সুইস ব্যাংকের ৪ বিলিয়ন ডলারের ক্ষতি করার কারণে ব্যাংককে এরেস্ট হলেন হ্যাকার 'Diabl0' ?






২৭ বছর বয়সি মরোক্কোর হ্যাকার এরেস্ট হলেন সুইস ব্যাংকের ৪ বিলিয়ন ডলারের ক্ষতি করার কারণে।
থাইল্যান্ড স্পেশাল ইনভেস্টিগেশন (DSI) এর হাতে থাইল্যান্ডে ধরা পডেন এই হ্যাকার।
সুইস ব্যাংকের কম্পিউটার,ওয়েবসাইট ক্রাকিং এর অপরাধে।
 Diabl0 নিক নামে ব্যাবহার কারী হ্যাকারের আসল নাম ফরিদ এসসেবার। 
 যাকে গ্রেফতার করার জন্যে গত তিন বছর ধরে খুজছিল সুইস কর্তিপক্ষ । তাকেই গত মঙ্গলবার শেষ 
 গ্রেফতার করতে সক্ষম হয় থাই-সুইস কর্তিপক্ষের যৌথ অভিযানে এবং গ্রেফতারের পর 
 তাকে সুইজারল্যান্ড প্রেরন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তিপক্ষ।
 ২০১১ সালে এই হ্যাকার ব্যাংকের লগইন পেইজ ডুপলিকেট করে বা ফিশিং করে ১০০০ এর ছেয়ে বেশি মানুষের 
 একাউন্ট হ্যাক করেন। এবং যার কারণে প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখিন হয় ব্যাংক কর্তিপক্ষ।
 যার কারণে তার নামে ইন্টারন্যাশনাল এরেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়। 
 গত তিন বছর ধরে পুলিশ তার সন্ধান করার পর গত মঙ্গলবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 থাইল্যান্ড পুলিশের ভাষ্যমতে 
 "আমরা অপরাধী কি কনডোমিনিয়াম শহরের রামা এইভি রোড থেকে গ্রেফতার করতে সক্ষম হই। 
 এবং থাইল্যান্ড কর্তিপক্ষ আগামি ৯০ দিনের মধ্যে তাকে সুইজারল্যান্ড প্রেরন করবে"
 আর আগেও ২০০৫ সালে ১৮ বছর বয়সে এই হ্যাকার গ্রেফতার হন এবং দুই বছরের কারাদন্ড ভোগ করেন।
 গুরুত্বপূর্ণ ব্যাংকের ওয়েবসাইট এবং উইন্ডোজ ২০০০ সিস্টেমে ম্যালওয়্যার ছাডানোর কারণে।
Previous
Next Post »

1 মন্তব্য:

Click here for মন্তব্য
4 March 2022 at 13:48 ×

The Casino: Vegas' First Online Slot Machine - Dr.MCD
Dr.MCD's first online 속초 출장샵 slot 성남 출장샵 machine, 'The Casino: Vegas' is a video slot machine created in the city of Las Vegas. 포항 출장안마 The game 경상남도 출장마사지 was developed by 오산 출장안마

Congrats bro jaenelajacquetta you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar
Thanks for your comment